ফ্রান্সকে টপকে ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার র্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
তবে সদ্য সমাপ্ত তিন জাতির ফুটবল টুর্নামেন্টে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটির প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। বর্তমান অবস্থান ১৮৯।
ফিফার ওয়েবসাইটের খবরে জানা গেছে, র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম ও ব্রাজিল। তবে গত নয় বছরের মধ্যে প্রথমবার তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। সম্প্রতি অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে দুই জয় ও এক ড্রয়ের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের এমন উন্নতি।
বাছাইপর্বে এক জয় ও দুই ম্যাচে ড্রয়ের কারণে চতুর্থ স্থানে নেমে গেছে ফ্রান্স। তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।
খুলনা গেজেট/ এস আই