প্রকৃতির মিষ্টি রোদ, গাছে গাছে রক্ত পলাশ আর আমের মুকুলের মৌ মৌ গন্ধ জানান দিচ্ছে বসন্তের। শীতকে বিদায় দিয়ে প্রকৃতিতে বসন্তের আগমন। ঋতুরাজ বসন্তে রঙিন সাঁজে সেজে উঠছে প্রকৃতি। বসন্ত বরণের উৎসব আনন্দ দ্বিগুণ করে দেবে ভালোবাসা দিবস।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) পালিত হতে যাচ্ছে ‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবস। এদিন চকলেটের বাক্স, লাল গোলাপ কিংবা পছন্দের কোনোকিছু দিয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। সব ভালোভাসার জন্য উৎসর্গ এই দিনটি।
বাংলাদেশে একই দিন পড়েছে পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। অর্থাৎ ভালোবাসা দিবসেই শুরু হচ্ছে বসন্ত। তাই বাঙালির জন্য ফাল্গুনের শুরু আর ভালোবাসার দিন মিলেমিশে একাকার। সব মিলিয়ে ফাল্গুনের উৎসব পালিত হতে চলেছে এবার ভ্যালেন্টাইনের আমেজে; কিংবা ভ্যালেন্টাইন ফাল্গুনের আমেজে।
গত বারের মতো এবারও বাঙালি বসন্ত উৎযাপন করবে ১৪ ফেব্রুয়ারি। গত বছরেও ভালোবাসা দিবসের দিনেই পালিত হয়েছিল পহেলা ফাল্গুন। বদলে গেছে বাংলা বর্ষপঞ্জি। নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হচ্ছে ভালোবাসা দিবস।
ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে।
ভালোবাসার দিনে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া অফিস বলছে, এদিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টির আভাস নেই। তাপমাত্রা বেড়ে কমে যাবে শীত।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়বে। আগেই অবশ্য আমরা এ ধরনের পূর্বাভাস দিয়েছিলাম। আকাশে মেঘ থাকবে না। শৈত্যপ্রবাহের আওতাধীন এলাকাও কমে আসবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।