খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

ফাইনালে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে আর্জেন্টিনা, অপরিবর্তিত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনে আজ ফাইনালের একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে সেমিতে পেরুকে ১-০ গোলে হারানো দলে কোনো পরিবর্তন আনেননি ব্রাজিল একাদশে।

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা ও নিকোলাস তালিয়াফিকো, মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ এবং ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ।

এ পাঁচজনের জায়গায় দলে ঢুকেছেন তিন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো ও মার্কস আকুমা, মাঝমাঠের জন্য দলে ফিরেছেন লেয়ান্দ্র পারেদেস এবং অফফর্মে থাকা ফরোয়ার্ড নিকোলাস গনজালেজের জায়গা নিয়েছেন অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফাইনালে ম্যাচে খেলা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল আর্জেন্টিনা দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর। অবশেষে তাকে নিয়েই সাজানো হয়েছে একাদশ। লাউতারো মার্টিনেজকে মাঝে রেখে ৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন স্কালোনি।

অন্যদিকে সেমিফাইনালের মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ তিতে। তবে সেমিফাইনালে স্ট্রাইকার পজিশনে ছিলেন রিচার্লিসন। ফাইনালে নেইমারকে স্ট্রাইকার পজিশনে দিয়ে একই ফর্মেশনে দল সাজিয়েছেন ব্রাজিল কোচ।

বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ধ্রুপদী মহারণের অপেক্ষায় থাকা এ দুই চির প্রতিদ্বন্দ্বী দল।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন মোরায়েস, দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রেনাল লোদি, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, এভারটন রিভেইরো, নেইমার ও রিচার্লিসন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!