খুলনা, বাংলাদেশ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বিপিএল ফাইনাল: চিটাগংয়ের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করবে বরিশাল
  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার
  কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না সরকার : সংস্কৃতি উপদেষ্টা

ফাইনালে চিটাগাংকে সমর্থন করতে বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ফাইনালে চট্টগ্রামের দর্শকরা কি দুই ভাগে বিভক্ত হবে আজ? চিটাগং কিংসকে সমর্থন দেবে নিজেদের দল হিসেবে আর ঘরের ছেলে তামিম ইকবালের জন্য থাকবে ভালোবাসা। অম্লমধুর এই বিভাজন হওয়া দোষের কিছু না। বরিশাল চ্যাম্পিয়ন হলে তামিমের কারণে অর্ধেক জেতা হবে চট্টগ্রামেরও।

যদিও তামিম গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তাদের (চট্টগ্রামের সমর্থক) উচিত চিটাগংকে সাপোর্ট করা। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমের ভক্ত দেশজুড়ে। চিটাগংয়ের ছেলে হিসেবে চট্টগ্রামের মানুষের ভালোবাসায় বরাবরই সিক্ত তিনি। যদিও ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে বেশি সমর্থন পাবেন মিরপুরে। কারণ বরিশালের সমর্থকে পূর্ণ থাকে হোম অব ক্রিকেট। তাই চিটাগংয়ের সমর্থন তামিমের দরকার হবে না। ‘বরিশাল বরিশাল’ স্লোগানে স্টেডিয়াম প্রকম্পিত হলে অটো উজ্জীবিত হবেন অধিনায়ক।

নিজ দলের সমর্থকদের সম্পর্কে তামিম বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে, আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা; যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়ার হোক বরিশালের দর্শক সব সময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এ জন্যই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে, যেন চ্যাম্পিয়ন হতে পারি। ইচ্ছা আছে (লঞ্চে করে)…। আমার মনে হয়, কোনো কারণেই যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করে, তাহলে অবশ্যই।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!