খুলনা, বাংলাদেশ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪

Breaking News

  কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
  ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণকে সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর

ফলোয়ার কমে যাওয়া নিয়ে যা বললো ফেসবুক

গেজেট ডেস্ক

বুধবার (১২ অক্টোবর) ফেসবুকে অনেকেরই ফলোয়ার সংখ্যা রহস্যজনকভাবে প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও অনেক কমে গেছে। প্রায় ১০ কোটি থেকে কমে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা কমে মাত্র ৯ হাজার ৯৯৩ হয়েছে।

বিষয়টি নিয়ে ফেসবুক ব্যবহারকারীরাদের পোস্ট করে নিজেদের হতাশা প্রকাশ করছেন। লেখিকা তসলিমা তাসরিন টুইটারে এক টুইটে লিখেছেন, ‘ফেসবুক একটি সুনামি তৈরি করেছে, যা আমার প্রায় ৯ লাখ ফলোয়ারকে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং তীরে রেখে গেছে মাত্র ৯০০০ ফলোয়ারকে। আমি ফেসবুকের রসিকতা উপভোগ করছি।’

এ ব্যাপারে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘বেশ কিছু ইউজার ফেসবুক প্রোফাইলে অসঙ্গত ফলোয়ার সংখ্যা দেখার বিষয়ে আমরা অবগত রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এবং এ অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!