খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

ফরমপূরণ করতে না পারা শিক্ষার্থীদেরও এইচএসসি উত্তীর্ণ করার দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক

অসুস্থতাসহ নানাবিধ সমস্যার কারণে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদেরও অটোপাশের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। বুধবার (২১ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ দাবি জানিয়েছেন তারা।

লিখিত বক্তব্যে তারা বলেছেন, করোনা মহামারীর কারণে গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষামন্ত্রী এইচএসসি শিক্ষার্থীদের অটোপাশ ঘোষণা দেয়া হয়। তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে এ রেজাল্ট দেয়া হয়েছে। অন্যদিকে, অসুস্থতা ও নানাবিধ সমস্যার কারণে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। যদিও ফরম পূরণ না করতে পারা শিক্ষার্থীদের সংখ্যা খুম কম। এখন এসব শিক্ষার্থীদের অটো পাশ না করিয়ে দিলে এসব শিক্ষার্থীরা ঝরে পাড়বে।

তারা আরও বলেন, গতবার যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল তাদের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৫০১জন, অনিয়মিত হিসেবে ফরম পূরণ করে এবার অটোপাশে উত্তীর্ণ হয়েছে তারাও। সে আলোকে অসুস্থতাসহ নানাবিধ সমস্যায় এবার এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদেরও অটোপাশ করানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। সংবাদ সম্মেলনের পর সিটি মেয়র, জেলা প্রশাসক, ঢাকা ও যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!