নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ঝুমা রানী নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টাযর দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝুমা রানীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।
গত শুক্রবার সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লালখার মোড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল তিন জনে।
এর আগে দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে নিয়ে আসা হয়। সেখানে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ফেরত পাঠানো হয়। আর ২৫ শতাংশ পোড়া নিয়ে তুলসী রানী ও ৫০ শতাংশ নিয়ে ঝুমা রানীকে ভর্তি করানো হয়।
বিস্ফোরণে ঘটনাস্থলেই মায়া রানী এবং পরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলি রানী নামে আরেকজন মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছয়জন দগ্ধ রোগী শেখ হাসিনা বার্নে এসেছিলেন। তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। দুই নারী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ঝুমা রানীর মৃত্যু হয়েছে। মরদেহ বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।’
খুলনা গেজেট/ এস আই