নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভবনে লাইনে লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দেয়ালচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুজন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত মঙ্গোলী রাণী পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমানুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, মঙ্গোলীর মেয়ের পা ভেঙে গেছে। তিনি সকালে মেয়েকে নিয়ে কবিরাজের কাছে যাচ্ছিলেন। ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে দেয়াল ভেঙে মঙ্গোলীর গায়ের ওপর পড়ে। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে পাঁচ তলা একটি ভবনের নিচ তলায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মায়া রাণী নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। পরিবার নিয়ে ওই ভবন লাগোয়া একটি ঘরে ভাড়া থাকতেন। পরে মঙ্গোলী নামের আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আটজন।
খুলনা গেজেট/ টি আই