৭ম বেতাগা দিবস উপলক্ষে খুলনা ব্লাড গ্বুপের সৌজন্যে ফ্রি ও রক্তদান ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী পালিত হয়েছে। শনিবার ফকিরহাটে বেতাগা ইউনিয়নে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড গ্বুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিসুর রহমান, অর্থ সম্পাদক আন্নি রহমান, প্রচার সম্পাদক সাকিব মোল্লা, সিনিয়র স্বেচ্ছাসেবী ফারহানা শারমিন, মোহাম্মদ হোসাইন শেখ, মোঃ শরিফর রহমান, মোঃ ইমন, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, শ্রাবণী আক্তার, মিঠুন চক্রবর্তী, পাপ্পু দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা ব্লাড গ্বুপ শহরের বিভিন্ন স্থানে মাক্স এর ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাসহ সমাজের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ ও রক্ত দানের মত মহৎ কাজের সাথে সার্বক্ষণিক যুক্ত রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা ব্লাড গ্বুপের কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম