বাগেরহাটের ফকিরহাটে ১৭ মণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় থেকে শরণখোলাগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস বি, এম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন জব্দ করা হয়। পরে ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের নির্দেশে জব্দ পলিথিন পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ে নেওয়া হয়।তবে পলিথিনের মালিক খুজে পায়নি পুলিশ।
পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে এক ব্যক্তি ১৩টি বস্তা টুল বক্সে উঠান। ফকিরহাট পুলিশের অভিযানে জানতে পারেন বস্তার ভিতর বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ রয়েছে। পলিথিন ব্যাগগুলো মোড়েলগঞ্জ ও শরণখোলার রায়েন্দা বাজার যাচ্ছিল। ঢাকা থেকে পলিথিনগুলো তুলে দেওয়া হলেও সাথে কোন মালিক বা লোকজন আসেনি।
ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ বলেন, পুলিশ মূলত পলিথিনগুলো জব্দ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চালক ও সুপারভাইজরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পলিথিনের মালিক বাসে ছিল না। এজন্য পলিথিনগুলোকে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ে রাখতে বলা হয়েছে। নিষিদ্দ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
খুলনা গেজেট/ টিএ