নবলোক পরিষদ কর্তৃক উন্নত পদ্ধতিতে ‘কার্প-গলদা মিশ্র চাষ ও বাজারজাতকরনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালু চেইন বিষয়ক উপ-প্রকল্পের আওতায় লীড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও উৎসাহ ভাতা প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র সিনিয়র মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানটিতে মেন্টর হিসেব দায়িত্ব পালন করেন বিএফএফইএ এর পরিচালক এস হুমায়ুন কবীর।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উদ্যোক্তাদের নিরবিচ্ছিন্ন সেবা ও গুণগতমানের মৎস্য চাষ উপকরণ প্রাপ্তির লক্ষ্যে লীড ফার্মারদের সহযোগিতায় প্রকল্প এলাকায় ১৩ টি মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসকল মৎস্য সেবা কেন্দ্র হতে চাষীরা বিনামূল্যে কারিগরী ও পরামর্শ সেবা গ্রহণ করছেন। এসময় ২৫ জন লীড ফার্মার এবং ৫০ জন সহকারি লীড ফার্মারকে নিরাপদ মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন খাতে সম্মাননা ও উৎসাহ ভাতা প্রদান করা হয়।
খুলনা গেজেট/এ হোসেন