খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফকিরহাটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা যুবলীগের  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর বুধবার বিকাল ৪টায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শান্তির পায়রা কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, আওয়ামী লীগ নেতা মো: লিয়াকত হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

এছাড়া যুবলীগের উদ্যোগে এদিন বিকেলে আট্টাকা মাঠে বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীন সহ তার পরিবারের সকলের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!