খুলনা, বাংলাদেশ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
  ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার

ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি 

ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতা ফকির আছাদুর রহমান (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার সাতশৈয়া গ্রামের ফকির আলীর ছেলে। সে ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি।

পারিবারিক জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে ঘরের পাশে রাখা বাঁশের মইয়ের সাহায্যে মুরগীর ঘরের চালা দেখতে ওঠেন আছাদুর। তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারান। তার স্ত্রী আসে পাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!