ফকিরহাট সদর ইউনিয়নের পুরাতন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। এসময় দি পাল সুইটসের মালিক কৃষ্ণ পালের মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখায় ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তিনি সকল খাবারের দোকানদারদের খাবারের মান ও পরিচ্ছন্নতা বজার রাখার পরামর্শ দেন।
খুলনা গেজেট/এ হোসেন