বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ার দেয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ঘের পাহারাদার মো. জাকারিয়া শেখ (৫৫) মারা গেছেন। পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাকারিয়া শেখ দীর্ঘদিন ধরে একই এলাকার ফেরদাউস হাওলাদারের মৎস্য ঘের পাহারা দিয়ে আসছিল। রোববার রাতে ওই ঘেরে গেলে ইদুর মারার জন্য বিদ্যুতের তারে পা জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জাকারিয়া শেখ দেয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে। মডেল থানা পুলিশ খবর
পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, মো. ফরিদ শেখ ও মাহবুব শেখ সহ নিহতের স্বজনরা জানান, এক বছর পূর্বে একই ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যার নিহত জাকারিয়া শেখের স্ত্রী। তিনি ঘটনার দিন সন্ধ্যায় তার স্বামীর সাথে দেখা করতে গেলে এ ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ঘের পাহারাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।