বাগেরহাটের ফকিরহাটে মাছ চাষে ব্যবহৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার নলধা গ্রামে রাতের আধারে বিষ প্রয়োগের ওই ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী পুকুর মালিক জানিয়েছে। এতে ওই মৎস্য চাষীর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
নলধা-মৌভোগ ইউনিয়নের চার বারের সাবেক চেয়ারম্যান কাজী আবুল কাসেম বলেন, বুধবার দুপুরের দিকে সর্বপ্রথম পুকুরটিতে মরা মাছ ভেসে ওঠে। এরপর গেলো চব্বিশ ঘণ্টা ধরে লোকজন সাথে নিয়ে রুই কাতলা মৃগেলসহ বিভিন্ন ধরণের মরা মাছ পুকুর থেকে তুলে ফেলা হয়েছে। মরা মাছ এখনো ভাসছে।
তিনি আরও বলেন, ফকিরহাট ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রায়ই পুকুর ও ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে করে একদিকে যেমন আর্থিক ক্ষতিতে সর্বশান্ত হচ্ছে মৎস্যচাষী, তেমনি উৎপাদিত মৎস্য সম্পদও হচ্ছে বিনষ্ট।
খুলনা গেজেট/ টি আই