খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

ফকিরহাটে কলেজ শিক্ষার্থীর ছুরিকাঘাতে তিন সহপাঠি জখম, আটক ১

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে নাছির সরদার (১৮) নামের মাদকাসক্ত এক কলেজ শিক্ষার্থীর ছুরিকাঘাতে তার তিন সহপাঠী গুরুতর জখম হয়েছেন। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নাছির সরদার আটক করেছে।

মাদকাসক্ত নাছির সরদার উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে। সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির বর্ষের ছাত্র জাকারিয়া হাওলাদার, জয়ন্ত রাহা ও একই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ। আহতরা সকলে মূলঘর এলাকার বাসিন্দা। প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সহপাঠীরা। অবস্থা গুরুতর হওয়ায় জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর যখমের চিহৃ রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।

ছুরিকাঘাতের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ ও আহতদের সহপাঠীরা কিছুই জানাতে পারেনি। তবে কলেজ থেকে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগায় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত নাসির হামলা করেন বলে জানিয়েছেন আহতরা।

সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান বলেন, আহত ও হামলায় অভিযুক্ত শিক্ষার্থী সবাই আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ঘটনার পর অন্যান্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হয়েছে৷
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!