খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

ফকিরহাটের সোনাখালী স্লুইচ গেট সংলগ্ন রাস্তাটির বেহাল দশা

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীটি খননের পর থেকে মুলঘর ইউনিয়নের সোনাখালী এলাকার জরাজীর্ণ স্লুইচ গেটের মধ্য দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় পূর্ব পাশের চলাচলের রাস্তার পাড় ভাঙ্গতে শুরু হয়।

দায়সারাভাবে স্লুইচ গেট মেরামত হলেও দেখভাল করার অভাব রয়েছে। সোনাখালীর ওই এলাকার প্রায় হাজারও লোকের চলাচল রয়েছে বলে স্থানীয়রা জানায়। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বেহাল। যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে ভৈরব নদীর পার্শ্ববতী খালের গহব্বরে। এ রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়ার আগ মুহুর্তে সংস্কারের দাবি জানান ভুক্তভোগীরা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাটির একপাড় খালে বিলীন হয়ে গেছে প্রায় যা কর্তৃপক্ষের তদারকি একান্ত প্রয়োজন। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে ঝুকিপূর্ণ চলাচলের সৃষ্টি হয়ে থাকে।

এ ব্যাপারে মুলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার জানান, সোনাখালীর রাস্তাটি ইটের পরিবর্তে ১ কোটি ৬০ লাখ টাকা পিচের রাস্তা পাশ হয়েছে শুধু টেন্ডারের অপেক্ষায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!