বঙ্গবন্ধু কাপ ক্রিকেটে সবথেকে তারকা সমৃদ্ধ দল জেমকন খুলনা। তবে তারকাদের পারফরমেন্স ছাড়াই দলগত দারুণ পারর্ফ করছে দলটি। ফলে ৬ ম্যাচের ৪টিতে জিতে প্লে অফের পথে অনেকটাই এগিয়ে রয়েছে সাকিব-রিয়াদের দলটি। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। সমান ৮ পয়েন্ট নিয়ে গাজী গ্র“প চট্টগ্রাম রয়েছে পয়েন্ট তালিকার প্রথমে। যদিও তারা সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে ঢাকার কাছে। এবার খুলনার প্লে অফ নিশ্চিতের মিশন। প্লে অফ নিশ্চিতের মিশনে আজ মঙ্গলবার খুলনা মুখোমুখি হবে গাজী গ্র“প চট্টগ্রামের। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
পয়েন্ট তালিকায় শীর্ষ থাকা দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই নিশ্চিত করবে প্লে অফ। কাগজে-কলমে চট্টগ্রামের থেকে বেশ এগিয়ে জেমক খুলনা। সাকিব-রিয়াদ-ইমরুলের মতো তারকাদের ভিড়েই দলটি বাড়তি হিসেবে পেয়েছে আরেক তারকা ক্রিকেটার সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। গতকাল সোমবার খুলনা টিমের সাথে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে এই টাইগার ক্রিকেটারকে আজই দেখা যেতে পারে মাঠে। খুলনা জয় পেলেও দলের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। বিশেষ করে ব্যাট হাতে টানা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। খুব বড় ইনিংস খেলতে পারেননি ইমরুল কয়েস। তবে তারকাদের ব্যর্থতায়ও দলের অন্য খেলোয়াড়রা দলের জযে দারুণ অবদান রাখছেন। এবার তারকা ক্রিকেটাররাও রানে ফিরবেন এমনটা প্রত্যাশা করছেন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া দলের সাথে মাশরাফি যোগ দেওয়ায় বাড়তি অনুপ্রেরনাও যোগাবে বলে মনে করেন তিনি। অপরদিকে টানা চার ম্যাচ জয়ের পর বেক্সিমকো ঢাকার কাছে সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে গাজী গ্র“প চট্টগ্রাম। তারাও চাইবে জয়ের ধারায় ফিরতে।
এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে ফরচুন বরিশাল। ৫ ম্যাচে মাত্র একটি জয়। তাতে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে তারা। এখন টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জন্য বাকি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছে বরিশাল। মঙ্গলবার নিজেদের ৬ষ্ঠ ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
খুলনা গেজেট/এএমআর