খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

‘প্লাষ্টিক দূষন সুন্দবনের জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে’

মোড়েলগঞ্জ প্রতিনিধি

“প্লাস্টিক ও পলিথিন দূষন বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি’’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠন বিষয়ক সভায় বক্তাদের অভিমত। সুন্দরবন রক্ষায় তরুনদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। প্লাষ্টিক দূষন সুন্দবনের জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে। পরিবেশবাদী সংস্থার তথ্যমতে প্রতিবছর সুন্দবনের প্রায় দেড় লক্ষ হেক্টর বনভূমি দূষনের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ প্রজন্মের তরুনেরা এ সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললে সুন্দরবনের পরিবেশ সংরক্ষিত থাকবে।

রবিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে সুন্দরবনে প্লাষ্টিক ও পলিথিন দূষন বন্ধে করণীয় ও উপজেলা পর্যায়ে ‘যুব ফোরাম’ গঠন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম ইকতিয়ার উদ্দিন। এ উপলক্ষ্যে আলোচনায় স্বাগত বক্তৃতা করেন রুপান্তরের বাগেরহাট জেলার প্রজেক্ট অফিসার খন্দকার জিলানী হোসেন। প্রজেক্ট অফিসার মো. গোলাম কিবরিয়া। এসময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি এইচ.এম মইনুল ইসলাম, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।

এ সময় বক্তারা আরো বলেন, সুন্দরবন আমাদের জাতীয় অর্থনীতির একটা স্তম্ভ। সুন্দরবন থেকে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৬০ কোটি টাকা রাজস্ব আয় করে। যা স্থানীয় জনগনের জীবিকা এবং দেশের অর্থনীতিতে সরাসরি অবদার রাখে। সুন্দরবনের ৫৪টি নদী থেকে প্রতিদিন প্রায় ৫০টন পলিথিন ও প্লাষ্টিক জমা হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। তাই সুন্দরবন রক্ষায় বনবিভাগ, কোষ্টগার্ড, নৌবাহিনী, গণমাধ্যম, নৌ পুলিশ, টুরিস্টসহ তরুনদেরকে সচেতনাতায় আরো আন্তরিক হয়ে সুন্দরবন রক্ষায় একযোগে সকলে মিলে কাজ করতে হবে। সভা শেষে মোড়েলগঞ্জ উপজেলায় যুব ফোরাম নবকগঠিত কমিটিতে মোসাদ্দেক বিল্লাহ তামিম ও কলি আক্তারকে আহবায়ক করে ৩১ সদস্য বিশষ্ট কমিটি গঠন করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!