শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রান করল শ্রীলংকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৬১ রান করা শ্রীলংকা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায়।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই চালিয়ে যান ওপেনার পাথুম নিশাঙ্কা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের নিজেদের প্রথম দুই ম্যাচে ২৪ ও ৭ রানে আউট হওয়া এ ওপেনার শনিবার দলের প্রয়োজনে দায়িত্বশীলতার পরিচয় দেন।
ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে খেলেন ১৯তম ওভার পর্যন্ত। ১৮.৪ ওভারে ডুয়াইন পিটোরিয়াসের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিনত হন নিশাঙ্কা। দলীয় ১৩১/৭ রানে সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন। শেষ দিকে মাত্র ১০ বলে ১১ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা।
তাবরিজ শামসির স্পিন আর পিটোরিয়াসের গতির মুখে পড়ে দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি কুশাল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আভিস্কা ফার্নান্দো, ওয়ানেন্দু হাসারঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা ও মহেশ থাকসেনা।
২১ রান করে আউট হন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা চারিথ আসালঙ্কা। ১২ বলে ১১ রান করে ফেরেন অধিনায়ক দাসুন শানাকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২০ ওভারে ১৪২/১০ রান (পাথুম নিশাঙ্কা ৭২, চারিথ আসালঙ্কা ২১; তাবরিজ শামসি ৩/১৭, ডুয়াইন পিটোরিয়াস ৩/১৭)।
খুলনা গেজেট/ এস আই