টুর্নামেন্টের শুরুতেই হোঁচট। বাজে ব্যাটিং ও বোলিং এবং পরিণামে ৪২ ওভারেই সকল আশা ভরসার সলিল সমাধি। হ্যাঁ, ঠিক এভাবেই বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে সিরিজের শুরুটা করেছে মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। এমতাবস্থায় পরের ম্যাচে সেই দলের উদ্দেশ ও বিধেয় কী? বুঝতে রকেট সাইন্স পড়া প্রয়োজন নেই। নিশ্চয়ই জয়! এবং সন্দেহাতীত ভাবেই সেই লক্ষেই আঁটঘাট বেধে নামা। মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচেও যদি মাহমুদউল্লাহরা হারের মালা বরণ করে নেন তাহলে টুর্নামেন্টের ফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে যাবে। কেননা ডাবল লিগ পদ্ধতির এই সিরিজে বাকি থাকবে আর মাত্র দু’টি সেই ম্যাচ। সেই ম্যাচে জয় হয়ে দাঁড়াবে অবশ্যকর্তব্য। আর সেটা না হলেই আসর থেকে পত্রপাট বিদায়।
কিন্তু সেই কাজটি করা সহজ হবে কিনা সেটাই প্রধান বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে। কেননা দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তামিম ইকবাল একাদশ। কাগজে যে দলটি মাহমুদউল্লাহদের চেয়ে যোজন যোজন এগিয়ে, সেটা যেমন ব্যাটিংয়ে তেমনি বোলিংয়েও।
সবমিলিয়ে কাগজে কলমে মাহমুদউল্লাহদের চাইতে বেশ এগিয়ে তামিম একাদশ। কিন্তু অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার বিষয়। হারের গ্লানি ঘুচিয়ে মাহমুদউল্লাহ প্রথম জয়ের স্বাদ নিবেন নাকি টুর্নামেন্টের শুরুতেই বাজিমাৎ করবেন তামিম ইকবাল?
খুলনা গেজেট/এএমআর