খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

প্রায় ৩০ লাখ টাকা আত্মসা‌তে জীবন বীমা কর্মকর্তা মুন্সি মাহাবুব কারাগা‌রে ‌

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানী জীবন বীমা করপোরেশনের ডেভেলপমেন্ট ম্যানেজার মুন্সি মাহাবুবুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। ৭৪ জন ভুয়া গ্রাহক দেখিয়ে তাদের প্রথম কিস্তির টাকা ও কমিশন বাবদ প্রায় ২৯ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাত ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১ নভেম্বর) মহানগর স্পেশাল জজ আদালতে হাজির হয়ে মাহাবুবুর রহমান জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। দুদকের পিপি আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামী জীবন বীমা করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার এমএ বক্কার পলাতক রয়েছেন। তদন্তে দেখা যায়, ৭৪ জন গ্রাহকের মধ্যে ১৮ জনই মুন্সি মাহাবুবুর রহমানের আত্মীয়। বাকি গ্রাহকের নাম ও ঠিকানায় ভুল তথ্য দেয়া হয়।

জানা যায়, ২০১২ সালে দুদকের সাবেক সহকারি পরিচালক এনায়েত হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। দন্ডবিধির ৪০৯, ১০১সহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় মামলা হয়।

পরে ২০১৯ সালে ৭ নভেম্বর তদন্ত কর্মকর্তা দুদকে সহকারি পরিচালক তরুণ কান্তি ঘোষ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। জামিন শুনানীতে আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. সাইফুল ইসলাম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!