খুলনা জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ভোট চলাকালীন বুথ বা কেন্দ্র অভ্যন্তরে কোন প্রার্থী যাতে অবস্থান করতে না পারে সেই বিধি ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের নিকট লিখিত আবেদন করেছেন সাধারণ আইনজীবীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১২৮ জন আইনজীবী স্বাক্ষরিত একটি লিখিত আবেদন নির্বাচন কমিশনের চেয়ারম্যানের কাছে প্রদান করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বর্তমানে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন খুলনা চেম্বার অব কমার্স ও খুলনা বাস মালিক সমিতির নির্বাচনে আবহাওয়ায় পরিণত হয়েছে। যে কারণে সাধারণ আইনজীবীরা চরমভাবে ব্যথিত ও সামাজিকভাবে লজ্জিত। তাছাড়া বারের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে গত বছর নির্বাচনের সময় দুই জন প্রার্থী জোরপূর্বক ভোট কেন্দ্রে বা বুথের আশে পাশে ঘোরাফেরা করায় সাধারণ আইনজীবীরা ভোট প্রদানে চরমভাবে বিব্রত হয়। যা নিরপেক্ষ ভোটের চরমভাবে অন্তরায়। ইতিমধ্যে নির্বাচনের প্রার্থীদের মাঝে অধিকাংশ প্রার্থী ও এক প্যানেলের প্রার্থীরা দরখাস্ত ও সংবাদ সম্মেলন করে দাবি জানালেও তার কার্যকরী করা থেকে বিরত রয়েছেন। এ অবস্থায় সাধারণ আইনজীবীদের পক্ষে নিরপেক্ষ ভোট প্রদান করা সম্ভব নয় বিধায় নির্বাচন চলাকালীন সময় যাতে কোন দলে কোন প্রার্থী ভোট কেন্দ্র বা বুথের পাশেপাশে ঢুকতে বা ঘোরাফেরা করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট / এমএম