খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

প্রার্থনা

আবদুস সালাম খান পাঠান

১.

হে প্রভু দয়াময় মহান

পৃথিবীতে শতো সুখ-আনন্দ, দুঃখ কষ্ট মাঝে

যতো আকুতি আমার। …’

-পুন্য জীবন গড়িতে চাই,- মোর; রাসূলের (সা:)

আদর্শে, তাকওয়াগুনে, পুষ্পিল শয্যার।

কতো সুখ-সম্পদ দিলে মানবে, কতো পরীক্ষা

জীবন যাপনে অপূর্ব সুন্দর দৃশ্য, প্রকৃতি –

তৃণলতা, বৃক্ষছায়ায়।

 

প্রভু দয়াময় মুছে দিও, আমার সকল গোনাহ –

– খাতা, অজান্তের ভুল-ত্রুটি, আমার সওমের –

প্রার্থনায়।

ক্ষমা করো মাহে-রমজানের এ পুন্য আরাধনায়,

শেষ বিচার দিনে, পরকালে, প্রবেশ দিও আমায়

বেহেশতী সুখের তোরণে, ‘রায়য়ান’ দরজায়।

কতো মায়াবী ভুবনে, কভু সুখ খুঁজি আকাশ

পানে চেয়ে তোমার সৃষ্টির উজ্জ্বল মহিমায়

– তারারই মমতায়।

 

২.

নদীস্রোত, ঝর্ণাধারার স্নিগ্ধ কলতানে –

ভোরের পাখির সুর মূর্ছনায়, জীবনের গতি

চরম আকুলতায়!

কতো সুখের অন্বেষায়, সবুজ বৃক্ষ পত্র পল্লবে

গুচ্ছ গুচ্ছ ফুলের সৌরভে ও ঘ্রানে, নব চেতনায়,

জীবন গড়িয়ে যায়।

হে প্রভু দয়াময় মহান;-

চাই শুধু তোমার অপার দয়া দান দিবস রজনীর

আরাধনায়!

সিয়াম পালনে দিও, শান্তি সুখ-সদায় –

রাসূলের (সা:) সুন্নত পালনে যেন সচেষ্ট হই

মাহে-রমজানের শিক্ষায়।

রিসালাতের আনুগত্যে এ জীবন হোক –

ধন্য, সুখের পার্থিব মায়ায়।

এ কৃচ্ছতা সংযমে হৃদ্স্পন্দনে প্রভু তোমারই

নাম জপ ‘যিকির’ এ আত্মস্থ স্মরণে সদায়।

 

 

লেখকAbdus Salam Khan Pathan

Ex-Director, Islamic Foundation Bangladesh

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!