প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগীয় উপপরিচালক মাহবুব এলাহী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস- ১২০৬৮)’র খুলনা মহাগর শাখার (১২০৬৮) নেতৃবৃন্দ । সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালকের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ মুনির হোসেন, মহানগর শাখার সভাপতি সৈয়দ আনিসুজ্জামান, সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি জুলফিকার ইমরান, সাধারণ সম্পাদক কাজী তারিকুল হাসান, সহ-সাধারণ সম্পাদক শফিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসকে জামান, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া, আইটি সম্পাদক আল মামুন, জেলা কমিটির সহ-সভাপতি সন্দীপ কুমার দে, সহ- সভাপতি তাহমিনা সুলতানা, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার গাইন, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
বিভাগীয় উপপরিচালক হাফেজ মাহবুব এলাহী শিক্ষক সমিতির শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালিন সময়ে বিদ্যালয়ের কোমলমিত শিশুদের বার্ষিক মূল্যায়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন, কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেদিক বিশেষভাবে লক্ষ্য রাখতে শিক্ষক নেতাদের প্রতি নির্দেশ দেন।
উল্লেখ্য, উপপরিচালক হাফেজ মাহবুব এলাহী জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)’র উর্ধ্বতন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন।