খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসি গঠনে সার্চ কমিটির ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রদান
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

দ্রুতগতির প্রাইভেটকার খাদে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ যুবক নিহত

গেজেট ডেস্ক

দিনাজপুর সদর উপজেলায় প্রাইভেট কার রাস্তার পাশের খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের সুইহারী এলাকার ২২ বছর বয়সী বর্ণ বসাক, মুন্সিপাড়ার ২৩ বছর বয়সী এ আর ইমন এবং কসবা এলাকার ২৪ বছর বয়সী শাহরিয়ার শাওন। তাদের মধ্যে ইমন রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাত মাইল বাঁক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাত ১২টার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। শাওনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে সেখানে শাওনের মৃত্যু হয়।

বাকি দুই আহত যুবক মুন্সিপাড়ার ১৯ বছর বয়সী তামজিদ ও বাহাদুর বাজার এলাকার ২৩ বছর বয়সী রওনাক নবী প্রিয়কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রিয় তার ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। এতে দেখা যায় গাড়ি ১২০ কিলোমিটারের বেশি স্পিডে চলছে। এর কয়েক মিনিট পরেই দুর্ঘটনা ঘটে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!