খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

প্রসূতির খাদ্য ও মূত্রনালী কেটে ফেলার অভিযোগ

গেজেট ডেস্ক 

যশোর জেনারেল হাসপাতালের সামনে দেশ ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ ডা. শাহীন রেজা নাক-কান-গলা বিভাগের চিকিৎসক হয়েও নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে দেশ ক্লিনিকে এক প্রসূতিকে সিজারিয়ান অপারেশন করেন এবং অপারেশনের সময় ওই রোগীর খাদ্য ও মূত্রনালী কেটে ফেলেন। ফলে ওই প্রসূতি এখন মৃত্যুশয্যায়। এ ঘটনায় রোববার (৭ জুলাই) সন্ধ্যায় ওই ক্লিনেকে রোগীর স্বজনরা গিয়ে ডাক্তার শাহীন রেজাকে অপারেশন কক্ষে আটকে রেখে বিচার দাবি করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

রোগীর স্বজনরা জানান, ২৯ মে বাঘারপাড়া উপজেলার চানপুর গ্রামের মইনুল ইসলামের প্রসূতি স্ত্রী ডলি খাতুন যশোর জেনারেল হাসপাতালের সামনে ওই ক্লিনিকে ভর্তি হন। এ সময় সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যশোর জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের ডা. শাহীন রেজা তার সিজার করান। ওই প্রসূতি একটি কন্যা সন্তান জন্ম দেন। সেখানে তিন দিন চিকিৎসা শেষে রোগীকে নিয়ে স্বজনরা বাড়িতে চলে যান। কিছুদিন পর রোগীর অবস্থার অবনিত হয়। রোগীর স্বজনরা তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে জানা যায়, রোগী অপচিকিৎসার শিকার হয়েছে। তার খাদ্য ও মূত্রনালী সিজারের সময় কেটে ফেলে আবার সেলাই দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়েছে। যার ফলে মূত্রনালী দিয়ে মল বের হচ্ছে।

রোগীর স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় ডাক্তার শাহীন রেজা নিজেকে গাইনি ডাক্তার পরিচয় দিয়ে রোগীর অপারেশন করেছেন। পরে রোগীর সমস্যা দেখা দিলে খোঁজ খবর নিয়ে তারা জানতে পারেন, ওই ডাক্তার সদর হাসপাতালের নাক-কান-গলা বিভাগের। তিনি কোনো গাইনি ডাক্তার নন। ভুক্তভোগী রোগী ও স্বজনদের সাথে প্রতারণা করেছেন অভিযুক্ত ওই ডাক্তার।

অপর একটি সূত্রে জানা গেছে, ডাক্তার শাহীন রেজা যশোর জেনারেল হাসপাতালের ইএনটি বর্হিবিভাগে রোগী দেখেন। তিনি কোনো সার্জারি ডাক্তার নন। কিন্তু শহরের ৪ থেকে ৫টি ক্লিনিকে বিভিন্ন ধরনের সার্জরি করে থাকেন। ১৫ দিন আগেও তিনি একটি ক্লিনিকে এক রোগীর পিত্তথলির পাথর অপারেশন করে বির্তকে পড়েন। ওই রোগীও অপচিকিৎসার শিকার হয়। বর্তমানে রোগীটি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত ডাক্তার শাহীন রেজা বলেন, আমি গাইনি বা সার্জরি বিভাগের ডাক্তার নন এটা সত্যি। যশোর জেনারেল হাসপাতালের ইএনটি বিভাগে কর্মরত আছি। এমবিবিএস ডাক্তার সকল চিকিৎসা ও অপারেশন করতে পারে। রোগীর স্বজনরা আগে কোনো অভিযোগ করেনি। একটি চক্র আমাকে ফাঁসাতে চেষ্টা করছে। আর রোগীর কি সমস্যা হয়েছে আমি তা অবগত নই। কখনো রোগীর স্বজনরা কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেনি। রোগীর চিকিৎসায় কোনো ভুল হয়েছে কিনা যা জনতে হলে আগে আমাকে রোগীর কাগজপত্র দেখতে হবে।

কতোয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ক্লিনিকে ডাক্তার ও রোগীর স্বজনদের হট্টগোল হচ্ছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। রোগীর স্বজনরা মৌখিক অভিযোগ করেছন, ডাক্তারের অপচিকিৎসার শিকার হয়েছে ওই নারী। আর ডাক্তার বলছেন, তাকে আটকে রেখে নির্যাতন করতে চেয়েছিল রোগীর স্বজনরা। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!