খুলনা, বাংলাদেশ | ৬ আশ্বিন, ১৪৩১ | ২১ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সিলেটে বজ্রপাতে কিশোরসহ নিহত ২
  পাহাড়ের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি করা হবে, আইনশৃঙ্খলা অবনতিকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশংসিত কাজল আরেফিন অমি’র নাটক ‘মাস্ক’

বিনোদন ডেস্ক

ঈদুল আজহার বিশেষ নাটক ‘মাস্ক’। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এটি ঈদের দ্বিতীয় দিন (২ আগস্ট) অবমুক্ত করা হয় ‘মোশন রক এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যনেলে।

প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ‘মাস্ক’। মাত্র ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে নাটকটি। যা এখনো পর্যন্ত ঈদে প্রকাশিত নাটকগুলো মধ্যে প্রথম। এতে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, তাসনিয়া ফারিন, চাষী আলম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মুসাফির প্রমুখ।

নির্মাতা জানান, ‘এ নাটকের গল্পটা একটু ডার্ক কমেডি ঘরানার। আমি সবসময় আমার দর্শকদের বিনোদন দিতে চাই, আমার কাজের মাধ্যমে। সারা দিনের শত ব্যস্ততা শেষে কেউ যদি আমার নাটক দেখে একটু বিনোদিত হয়, একজন নির্মাতা হিসেবে এতটুকুই আমার স্বার্থকতা। নাটকটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি।

‘আলোচনা-সমালোচনা থাকবেই। সমালোচনা অবশ্যই গঠনমুলক হওয়া উচিৎ। ডার্ক কমেডি ধাচের নাটক মূলত আমাদের দেশে হয় না। তবে আশা করা যায়, এখন থেকে হবে। আমার কাজ রিলিজ হওয়ার পর এক দল বলে অসাধারণ হয়েছে। আরেক দল বলে একদমই ভালো হয় নাই। আমি এই দুই দলকেই ভালোবাসি। কারণ, তারা কষ্ট করে আমার কাজ দেখেন। আমি সবসময়ই চেষ্টা করি, দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্য। সামনেও এই চেষ্টা অব্যাহত থাকবে, আপনারা পাশে থাকবেন। ’

তিনি আরও বলেন, ‘এবারের কাজের অভিজ্ঞতা অন্য সবসময় থেকে একটু আলাদা। এই করোনাকালীন সময়ে আমাদের কাজের ক্ষেত্রেও নিতে হয়েছে বাড়তি সতর্কতা। অন্য সময়গুলাতে আমরা গল্প, স্ক্রিপ্ট রেডি করে তারপর লোকেশন রেডি করতাম। আর এবার লোকেশন রেডি করে গল্প রেডি করতে হয়েছে। এটা একটা চাপ ছিল। তারপরও শত প্রতিকূলতার মধ্যেও কাজ করেছি দর্শকদের জন্য। দিনশেষে দর্শকদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ’
খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!