খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

প্রবল বৃষ্টির মধ্যেই রাস্তার পিচ ঢালাই, তেরখাদায় জনমনে ক্ষোভ

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার মুজির মোড় থেকে আটলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে কার্পেটিং (পিচ ঢালাই) কাজ শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই। প্রতিকূল আবহাওয়া ও রাতের আঁধারে এই গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে ‘লাবিব ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় আধা কিলোমিটার রাস্তা কার্পেটিং করে, যখন এলাকায় টানা বৃষ্টি চলছিল। অভিযোগ উঠেছে, নির্মাণ কাজে ব্যবহৃত কাঁচামাল ছিল নিম্নমানের এবং তার ওপর বৃষ্টির পানি মিশে যাওয়ায় রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আটলিয়া গ্রামের বাসিন্দা রমিজ ভূঁইয়া ও মোহাম্মদ রাজিব বলেন, এটা সম্পূর্ণ অব্যবস্থাপনা ও দুর্নীতির পরিচায়ক। এমন বৃষ্টিতে কাজ করলে রাস্তাটি টিকবে না-এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এই সড়কটি এলাকাবাসীর জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও বাজারমুখী চলাচলের প্রধান ভরসা এই রাস্তা।

তারা আশঙ্কা প্রকাশ করেন, নিম্নমানের নির্মাণ কাজের ফলে সড়কটি কিছুদিনের মধ্যেই ভেঙে পড়লে চরম দুর্ভোগে পড়বে পুরো এলাকা।

এ বিষয়ে তেরখাদা উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা খুলনা গেজেট-কে বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে দিয়েছি। দায়ী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লাবিব ট্রেডার্স’-এর সোহান নামের ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে স্থানীয়দের দাবি, পুরো প্রকল্পের বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধ করা যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!