খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

প্রফেসর এ.বি.এম. রশিদুজ্জামানের জানাজা সম্পন্ন, খুবি উপাচার্যের শোক

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক এবং ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের প্রথম ডিন প্রফেসর এ.বি.এম রশিদুজ্জামান আজ ভোর ৪ টায় ঢাকাস্থ আহছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

তিনি কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অব এডভান্সড স্টাডিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রথম সভাপতি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি দীর্ঘ দিন ধরে আযম খান সরকারি কমার্স কলেজে শিক্ষকতা করেন। মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে তিনি বেশ কয়েকটি পাঠ্য গ্রন্থ রচনা করেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪.৪০ মিনিটে মরহুমের নামাজে জানাজা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে যে কয়জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন তৈরিসহ একাডেমিক ক্ষেত্রে প্রারম্ভিক বিভিন্ন দায়িত্ব পালন করেন প্রফেসর এ.বি.এম রশিদুজ্জামান ছিলেন তাঁদের মধ্যে একজন। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরু উন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. এ টি এম জহির উদ্দীন, মরহুমের জ্যেষ্ঠ পুত্র শুভ।

নামাজে জানাজার ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি আব্দুল কুদ্দুস। পরে আরও একবার নামাজে জানাজা বাদ আছর ইকবাল নগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর এ.বি.এম রশিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ব্যাবস্থাপনা ও ব্যাবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নুর উন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যাবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ উভয় ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস অনুরূপ শোক প্রকাশ করেছেন।

পৃথক বিবৃতিতে আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এসএম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!