খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

প্রধানমন্ত্রী ২ দিনের সফরে গোপালগঞ্জে যাবেন শনিবার, সাজ সাজ রব

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শনিবার (১ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি শুভেচ্ছা বিনিময়, বৃক্ষ রোপনসহ নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় বইছে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, শনিবার (১ জুলাই) গণভবন থেকে সড়ক পথে রওনা হয়ে বেলা ১১টায় প্রথমে কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কায্যালয়ের ফলক উন্মোচন করে তিনটি বৃক্ষ রোপন করবেন। এরপর স্থানীয় নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাতে অংশ নেবেন। ওই দিন রাতে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।পরদিন রবিবার (২ জুালাই) টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। প্রধানমন্ত্রীর এ সফর নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসনর এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স করা হয়েছে পরিস্কার পরিচ্ছন্ন। করা হয়েছে শোভাবর্ধন। সড়কের মোড়ে মোড়ে টাঙ্গানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মিদের মধ্যেও ব্যাপক আনন্দ কাজ করছে। কেননা ঈদ পরবর্তী এটাই প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে প্রথম মতবিনিময় হবে। তাই নেতাকর্মিরা একটু বেশীই আনন্দিত।

জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদের একদিন পরেই এ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নানা দিক নির্দেশনা দিবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।

খুলনা গেজেট/সলিল বিশ্বাস মিঠু/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!