বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের প্রকৃত বন্ধু। তিনি মালিক-শ্রমিকদের দুঃখ বোঝেন। শ্রমিক ফেডারেশনের দেওয়া ১১১টি দাবির বিষয়ে তিনি আন্তরিক রয়েছেন। যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতীত) কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান (এমপি) এ কথা বলেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-সাধারণ সভার সভাপতিত্ব করেন উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বক্ত দুদু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রবিন অধিকারী ব্যাচা।
এর আগে কোষাধ্যক্ষ আবুল কালাম আকন আয়-ব্যয় হিসাব তুলে ধরেন। সাধারণ সভা সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক দেবাশীষ রাহা।
খুলনা গেজেট/ এস আই