প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির ১৬ জন এমপি। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় সংসদ কক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি বৈঠকে যাননি।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উপস্থিত জাপার এক এমপি জানান, মূলত আমাদের এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। তিনি জানান, প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম।
এ দিকে জাপার একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। আমরা তার অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেছি। এরমধ্যে কাজী ফিরোজ, বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।
কি কথা হলো জানতে চাইলে এক এমপি জানান, প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ পড়ে যখন তার দপ্তরে আসেন তখন আমরা সেখানে যাই। অনেক ভিড় ছিলো। এখানে নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়নি। শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।
তবে রওশন এরশাদ, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল বৈঠকে যাননি।
এরমধ্যে শাদ এরশাদ সংসদ এলেও প্রধানমন্ত্রীর সাথে দলীয় এমপিরা দেখা করার আগেই সংসদ থেকে চলে যান।
এদিকে সন্ধ্যায় গুলশানের একটি বাসায় জাপা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক বৈঠক করেছেন বলে জানা গেছে। জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা এই বৈঠকের আয়োজন করেন। এতে দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন বলে জানা গেছে।