খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের৷ রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

প্রথম ১২ঘন্টায় পদ্মাসেতু পাড়ি দিলো সাত সহস্রাধিক মোটরসাইকেল

গেজেট ডেস্ক

চলাচলের অনুমতি পাওয়ার প্রথম ১২ ঘণ্টায় ৭ হাজার ১০৫টি মোটরসাইকেল পদ্মা সেতু পাড়ি দিয়েছে।  বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংখ্যক মোটরসাইকেল পদ্মা সেতু পাড়ি দেয়।  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাওয়া থেকে জাজিরার দিকে গেছে ৬ হাজার ৫৪১টি মোটরসাইকেল। অন্যদিকে একই সময়ে মাওয়া থেকে জাজিরার দিকে মোটরসাইকেল এসেছে ৫৬৪টি।

প্রসঙ্গত. পদ্মা সেতু চালু হয় গত বছরের ২৫ জুন। ২৬ জুন থেকে যানবাহন চলাচল শুরু হয়। সেতুর ওপর দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু ও নানা কারণে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে যান চলাচল শুরুর পরদিন থেকেই পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রায় দশ মাস পর গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে সেদিন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে সাময়িকভাবে মোটর সাইকেল চলাচলের অনুমতি দেয়ার কথা জানানো হয়।

অপরদিকে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে সড়ক পরিদর্শনে গিয়ে পদ্মা সেতু মোটরসাইকেল চলাচল নিয়ে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শৃঙ্খলায় থাকলে, দায়িত্বশীল থাকলে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে।’

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!