দশম আসরের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসাইনের সিলেটের দেয়া লক্ষ্যমাত্রা ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম। শুক্রবার (১৯ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। স্কোরবোর্ডে ৬০ রান যোগ করার আগেই তিন টপ অর্ডার বিদায় নেন। এরপর চতুর্থ উইকেটে শাহদাত হোসাইন ও নাজিবুল্লাহ জাদরান ১২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন। শাহদাত হোসাইন ৩৯ বলে ৫৭ রানও ও নাজিবুল্লাহ জাদরান ৩০ বলে ৬১ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট করতে নেমে সিলেটের দুই উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন ৮.২ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান সংগ্রহ করেন। এরপর নাহিদের বলে সীমানার কাছে উড়ন্ত বল লাফিয়ে ধরেন আভিস্কা ফার্নান্দো। এতে করে শান্ত ৩০ বলে ৩৬ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে মিথুন ও জাকির হোসেন ২৮ রানের জুটি গড়ার পর কার্টিস ক্যাম্ফারের বলে বিদায় নেন মিথুন। তার আগে ২৮ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪০ রান করেন।
এরপর জাকির হাসান ও হ্যারি টেক্টর জুটি বেধে খেলতে থাকেন। দুজনই ধীরে ধীরে চড়াও হন চট্টগ্রামের বোলারদের ওপর। উইকেটের চারপাশে পেটাতে থাকা জাকির ফিফটি পূর্ণ করেন ৩১ বলে। শেষ পর্যন্ত ৪৩ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন জাকির। অন্যপ্রান্তে অপরাজিত থাকা হ্যারি টেক্টর ২০ বলে করেন ২৬ রান। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট পান নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।
সিলেট একাদশ
নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিথুন, বেন কাটিং, জাকির হাসান, মাশরাফি বিন মুর্তজা, বেনি হাওয়েল, তানজিদ হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।
চট্টগ্রাম একাদশ
আভিস্কা ফার্নান্দো, তামজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, শুভাগত হোম, কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন ও বিলাল খান।
খুলনা গেজেট/কেডি