খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি

পাকিস্তানের কাছে বাংলাদেশের মেয়েদের হার

ক্রীড়া ডেস্ক

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। সোমবার (০৬ ফেব্রুয়ারি) কেপটাউনের ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট মাঠে পাকিস্তানের বিপক্ষে সালমা খাতুন–নিগার সুলতানারা হেরেছেন ৬ উইকেটে।

প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানের বেশি করতে পারেনি। জবাবে পাকিস্তান তা পেরিয়ে গেছে ২৪ বল হাতে রেখেই।

টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ শামীমা সুলতানার ৩৬। এর বাইরে সোবহানা মোস্তারি (১৮) ও অধিনায়ক নিগার সুলতানা (১৫) ছাড়া দুই অঙ্কের ঘরে কেউই পৌঁছাতে পারেননি। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন নিদা দার ও নাশরা সান্ধু। সাদিয়া ইকবাল, আইমান আনোয়ার ও তুবা হাসান নিয়েছেন একটি করে উইকেট।

অল্প লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। ১২ রানে হারায় প্রথম উইকেট। মারুফা আক্তারের বলে বোল্ড হন সিদরা আমিন। ২৪ রানের মাথায় জাভেরিয়া খানও এলবিডব্লু হয়ে ফেরেন মারুফার বলে। মুনীবা আলীকে (৫৮ রানে) নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরান রুমানা আহমেদ।

পাকিস্তানের চতুর্থ উইকেট পড়ে ৬৯ রানের মাথায়, অধিনায়ক বিসমাহ মারুফ ফিরে যান রুমানার বলে সালমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে। বিসমাহ ও নিদা দার দুজনই করেছেন ২৪ রান করে। ২০ রান করেছেন আয়েশা নাসিম। জাভেরিয়া খানের ব্যাট থেকে এসেছে ১২ রান।

১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

১২ ফেব্রুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এর আগে ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!