যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) বহু জল্পনা শেষে একটু আগে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। করোনার কারণে সীমিত পরিসরে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন সম্প্রচারমাধ্যমে। এই মুহূর্তে অভিষেক বক্তব্য রাখছেন জো বাইডেন, যেখানে তিনি সহিংসতা ও বিভাজনের রাজনীতি ও সংস্কৃতির বিপরীতে এক গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র ও ঐক্যের প্রকল্প হাজির করছেন।
বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও সংশ্লিষ্ট নানা আনুষ্ঠানিকতার পর বাইডেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ যাবেন হোয়াইট হাউসে। প্রেসিডেন্টের কার্যালয়ে প্রবেশের পরপরই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন।
জো বাইডেনের উপদেষ্টাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সীমান্ত দেয়াল, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ ও আদেশকে পাল্টে দিতে বিভিন্ন নির্বাহী আদেশে সই করবেন বাইডেন। এ ধরনের ১৫টি নির্বাহী আদেশে সই করতে পারেন বাইডেন। এর মধ্যে অভিবাসীবান্ধব পদক্ষেপ হিসেবে তিনি শুরুতেই তাঁর নতুন অভিবাসন পরিকল্পনা নিয়ে এগোবেন বলে মনে করা হচ্ছে।
বাইডেন প্রশাসনের প্রেসসচিব জেন সাকি জানান, আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলের মধ্যেই করোনা মহামারি মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার ও জাতিগত বৈষম্য নিরোধে নির্বাহী আদেশে সই করবেন বাইডেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেবেন।
প্রথম দিনে নেওয়া সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে করোনাভাইরাস মোকাবিলায় ফেডারেল এলাকা ও ফেডারেল কর্মীদের জন্য মাস্ক পরায় বাধ্যবাধকতা আরোপ করে নির্দেশ। একই উদ্দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার যে প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিলেন, তা থামাতে পদক্ষেপ নেবেন তিনি।
সিএনএন জানায়, প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের জন্য আদেশ আসবে। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলাসহ অভিবাসনবিরোধী পদক্ষেপগুলোর বিপরীতে একাধিক নির্বাহী আদেশে সই করবেন বাইডেন। মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশও থাকবে এর মধ্যে।
জেন সাকি জানান, প্রথম দিনের কার্যক্রম দিয়ে নতুন দিনের সূচনা হবে মাত্র। সামনের দিন ও সপ্তাহগুলোতে আরও বেশ কিছু নির্বাহী আদেশ দেওয়া হবে। বাইডেন যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন তা বাস্তবায়নের লক্ষ্যেই এ নির্বাহী আদেশগুলো দেওয়া হবে।
খুলনা গেজেট / এআর