খুলনা, বাংলাদেশ | ১৭ কার্তিক, ১৪৩১ | ২ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজ সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেল ভারত

ক্রীড়া ডেস্ক

পাওয়ার প্লেতে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছে ভারত। ব্যাটারদের তাণ্ডবে ৬ ওভারেই ৭১ রান তুলেছে স্বাগতিকরা। যা নির্ধারিত লক্ষ্যের অর্ধেকেরও বেশি। পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট। তবে জয় পেতে খুব বেশী অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ১১.৫ ওভার খেলে  ৩  উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে  ৭উইকেটের বড় ব্যবধানে হারতে হয় শান্তদের।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে ১০ রান তুলে তারা। তবে পরের ওভারেই রান আউটে কাটা পড়েন অভিষেক শর্মা। সিঙ্গেল নেওয়ার জন্য একটু বেশিই বেরিয়ে গিয়েছিলেন তিনি, মিড উইকেটে দাঁড়ানো হৃদয় সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন। ৭ বলে ১৬ রান এসেছে তার ব্যাট থেকে।

অভিষেকের বিদায় রান রেটে প্রভাব ফেলতে পারেনি। তিনে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশি বোলাররা।

পাওয়ার প্লের শেষ ওভারে সূর্যের ঝড় থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরে পড়েন সূর্যকুমার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৯ রান।

এর আগে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করেছে বাংলাদেশ।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!