ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের রেকর্ড দারুণ। সবশেষ দুই সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নামবে হ্যাটট্রিকের আশায়। সেই লক্ষ্যে শুরুটা ভালো প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
রোববার (৮ ডিসেম্বর) টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে সাবলীল। নিজেদের পছন্দের ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে সফরকারীদের হয়েই। মুখোমুখি শেষ পাঁচ লড়াইয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। যদিও, ঘরের মাঠ হওয়ায় ক্যারিবীয়রা এগিয়ে থাকবে কিছুটা হলেও।
অতীত অবশ্য বলছে ভিন্ন কথা। বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েও হেরেছে সিরিজ। সেদিক থেকে তুলনামূলক খর্বশক্তির ক্যারিবীয়দের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অনেকে।
খুলনা গেজেট/এমএম