খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
  কুয়েটের শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হচ্ছে বিকাল ৩টায়, দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা

দুই উইকেটে ১৬ ওভারে আফগানদের সংগ্রহ ৮৮

স্পোর্টস ডেস্ক

সেন্ট ভিনসেন্টের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের শেষ ম্যাচে আগে বোলিং করছে বাংলাদেশ। ১০ ওভার উইকেটহীন থাকার পর অবশেষে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন রিশাদ হোসেন। ১৫ ওভার ৫ বলে আজমাত উল্লাহকে ফিরিয়েছেন মুস্তাফিজ।

শেষ খবর পর্যন্ত ১৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৮ রান।

১১তম ওভারের চতুর্থ বলে তিনি ফিরিয়েছেন ইব্রাহিম জাদরানকে। তাতে ভেঙেছে ৫৯ রানের আফগান উদ্বোধনী জুটি। ২৯ বলে ১ চারে ১৮ রান করে তানজিম হাসান সাকিবকে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন জাদরান। ওভারটি উইকেট মেডেন করেন রিশাদ। পরের ওভারে আরও একটি মেডেন করে চাপ ধরে রেখেছেন তাসকিন আহমেদ।

এর আগে পঞ্চম ওভারে সাকিব সুযোগ তৈরি করলেও ইব্রাহিম জাদরানের জোরালো শটে ক্যাচটি হাতে রাখতে পারেননি কভারে দাঁড়ানো তাওহীদ হৃদয়। ইনিংসের একদম প্রথম বলে রানআউটের সুযোগ নষ্ট হয় গুরবাজ ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছে গেলে।

বাংলাদেশ আগে ব্যাটিং করলে জিততে হতো ৬১ রানের ব্যবধানের। এক্ষেত্রে আফগানদের দেয়া লক্ষ্য অনুযায়ী তা ছুঁতে হবে ১১.২ থেকে ১৩.৪ ওভারের মধ্যে। তবেই সেমিফাইনালের টিকিট পাবেন শান্তরা।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!