খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

প্রথমবার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ক্যারিবীয়রা

ক্রীড়া ডেস্ক

দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে না। জিম্বাবুয়েতে অনুষ্ঠানরত বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় চূড়ান্তপর্বে ওঠার সুযোগ হাতছাড়া হয়ে গেছে তাদের। প্রথমপর্বে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় শূণ্যহাতে সুপার সিক্সে উঠেছিল তারা। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে ছিল। এই পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতলে ক্ষীণ একটা সম্ভাবনা ছিল ক্যারিবীয়দের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটিশদের কাছে হেরে গেলো তারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে উইন্ডিজদের ১৮১ রানে বেধে ৩ উইকেটেই ওই রান তুলে ফেলে স্কটল্যান্ড। একদা পরাক্রমশালী ক্যারিবীয়দের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে চতুর্থ ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো তারা।

স্কটিশদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে জেসন হোল্ডার (৪৫) ও রোমারিও শেফার্ড (৩৬) মিলে দলকে চূড়ান্ত অবমাননার হাত থেকে বাচান। ব্র্যান্ডন ম্যাকুমলেন ৩২ রানে ৩ এবং ক্রিস সোল, মার্ক ওয়াট এবং ক্রিস গ্রিভস নেন দুটি করে উইকেট।

হোল্ডার প্রথম বলেই উইকেট নিয়ে আশার সঞ্চার করলেও ম্যাথু ক্রস ও ম্যাকমুলেন ১২৪ রানের জুটি গড়ে ছুড়ে ফেলে দেন ক্যারিবীয়দের। ১০৭ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে যান ক্রস। ১০৬ বলে ৬৯ রান করা ম্যাকমুলেন হয়েছেন ম্যাচ সেরা।

গ্রুপ পর্ব থেকে ওমানকে হারানোর সুবাদে ২ পয়েন্ট নিয়ে আসা স্কটল্যান্ডেরও বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা জাগলো এই জয়ে। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। তবে বাকি দুই খেলার প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। কাল জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে চূড়ান্তপর্বে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!