খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, বিএনপির একাংশের  ত্রাণ কমিটি গঠন 

গেজেট ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় মানুষের পাশে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষিত সকল কর্মসূচি বাতিল করে বন্যা দুর্গতদের পাশে থাকার আহবানকে স্বাগত জানিয়ে খুলনার সকল নেতাকর্মিদের ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানানো হয়।

বুধবার (২৮ আগস্ট) সকালে সকালে নগরীর কেডিএ এভিনিউ শেখপাড়া তেঁতুলতলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে আহবায়ক ও শেখ আসাদুজ্জামান মুরাদকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি গঠণ করা হয়। সভায় দেশের ১২ জেলায় ভয়াবহ বন্যায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। সভায় মানবিক সহয়তা ত্রাণ কার্যক্রমে দলের সকল পর্যায়ের নেতাকর্মিদের প্রতি আহবান জানানো হয়। সভায় ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যাতে কোন ষড়যন্ত্র ও অপতৎপরতায় বাঁধাগ্রস্থ না হয় সেজন্য সজাগ থাকার আহবান জানানো হয়। সভায় বিএনপির কেন্দ্রিয় ত্রাণ কমিটিতে সংগৃহিত ত্রাণ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

সভায় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল ইসলাম নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম শফি, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, তরিকুল্লাহ খান, আকরাম হোসেন খোকন, মোস্তফা কামাল, কাজী মাহবুবুল হক, ওমর ফারুক, জলিল হাওলাদার, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, আশরাফ হোসেন, আনিসুর রহমান আরজু, তৌহিদুল ইসলাম খোকন, মেহেদী হাসান সোহাগ, রফিকুল ইসলাম শুকুর, হেদায়েদ হোসেন হেদু, বাচ্চু মীর, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান বাবলু, আলমগীর হোসেন আলম, নূরে আব্দুল্লাহ, আবুল বাশার, এড. ওমর ফারুক, মোহাম্মদ আলী, রিয়াজুর রহমান, কাজী ফজলুল কবির টিটো, ইকবাল হোসেন, শামীম খান, ওলিয়ার রহমান ওলি, নুরুল ইসলাম লিটন, শামীম আশরাফ, শাকিল আহমেদ, মিজানুর রহমান মিজান, আব্দুর রহমান মুন্সি, আবু তালেব, মাসুদ রেজা, সাখাওয়াত হোসেন, মিজানুজ্জামান তাজ, সেলিম বড় মিয়া, মোস্তফা জামান মিন্টু, ওহাব শরীফ, মোল্লা সোলাইমান, গোলাম নবী ডালু, সেলিম কাজী, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, সুলতান মাহমুদ সুমন, পিন্টু খান, হুমায়ুন কবির, মোল্লা মেহেদী, এম এ হাসান, কবির বিশ^াস, সৈয়দ গাজী, খায়রুল বাশার, হাবিব খান, সমির সাহা, সাখাওয়াত হোসেন, আলম হাওলাদার, কামরুল ইসলাম এরশাদ, মাসুদ রুমী, কামরুল ইসলাম খোকন, এ আর রহমান, সৈয়দ হুমায়ুন কবির, ইউনুচ শেখ, মারুফুর রহমান, জাফর হাওলাদার, আলম হাওলাদার, আবু দাউদ, শামীম রেজা, নূর আলম, সাজ্জাদ আলী, আব্দুল আজিজ ডাবলু, কামরুল বিশ^াস, আনোয়ার সরদার, মো. ফয়সাল, মো. আসলাম, মোসলেম উদ্দিন বাবর, হেলাল চৌধুরী, পিএম শহিদ, রুহুল আমিন রাসেল, শাহনেওয়াজ, সজল আকন, আতিকুল ইসলাম, কামরুজ্জামান সিরাজ, মঞ্জুরুল ইকবাল টিটো, জুয়েল রহমান, আব্দুর রব সরদার, আবু হোসেন বাবু, আব্দুল জব্বার সরদার প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!