সরকারবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট শেয়ার করায় যশোরের মণিরামপুরে জুলমত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার এড়েন্দা গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে আটক করে। জুলমত বিশ্বাস ওই গ্রামের ইনতাজ বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় পলাশী আদর্শ কলেজের পিয়ন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বহুদিন ধরে সরকারবিরোধী নানা ঘটনা নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন জুলমত। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে করা ফেসবুকের একটি স্ট্যাটাস নিজের আইডিতে শেয়ার করেন তিনি। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এবং দস্যুতার একটি মামলায় তাকে আটক করা হয়।
এরআগে এসব অভিযোগে জুলমতকে কলেজ কর্তৃপক্ষ দুই দফা শোকজ করে। তার যথোপযুক্ত জবাব তিনি দিতে পারেননি।
পলাশী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ বিশ্বাস বলেন, ‘জিলানী শেখ’ নামে একব্যক্তি তার ফেসবুকে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। এইমর্মে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) শরিফুল ইসলাম কলেজে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের জবাব চেয়ে দুই দফা জুলমতকে শোকজ করা হয়। কিন্তু তার সন্তোষজনক জবাব মেলেনি।
মণিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম বলেন, দস্যুতার একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জুলমতকে আটক করা হয়েছে। আর সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
খুলনা গেজেট / এমএম