সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) বিকালে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ।
এ তথ্য নিশ্চিত করে ফয়সল কাদের বলেন, মহানগর পুলিশ কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নগরীর ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনজন প্রার্থী হয়েছেন বলে সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়। তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর ও আগামী ২১ জুনের নির্বাচনে একই পদপ্রার্থী আফতাব হোসেন খান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান সায়েক এই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকির অভিযোগ অস্বীকার করে বলেছেন, সব সাজানো নাটক।
কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ লিখিত অভিযোগে বলেন, গত মঙ্গলবার আনুমানিক সকাল ছয়টার দিকে বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে ২০-২৫ জন অস্ত্রধারী তার বাসার ফটকের সামনে আসে। এ সময় তারা বন্দুক তাক করে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পাশাপাশি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়া পাড়া মহল্লায় সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
খুলনা গেজেট/কেডি