রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে ‘প্রক্সি চুক্তি’র টাকার জন্য তুলে নিয়ে মুক্তিপণ দাবি এবং জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের চার নেতাকর্মীকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।
স্থায়ী বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, শের-ই বাংলা ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, একই হল কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ এবং শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের কর্মী মহিবুল মমিন সনেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে (চারজনের নাম পরিচয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগকে বিষয়টি অবহিত করা হয়েছিল। তারাও বিষয়টি জানতেন। সেজন্য দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় দল সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক সম্পাদক তন্ময়কে একই অভিযোগে আগেও একবার বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। সুতরাং বিষয়টি কেন্দ্রের নজরেই ছিল।’
বৃৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে ‘প্রক্সি চুক্তি’র টাকার জন্য তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে ওই চার ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। এ ছাড়াও জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের চারজনসহ আরো দুই-তিন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শুক্রবার মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর মা রেহেনা বেগম।
অন্যদিকে জালিয়াতির অভিযোগ এনে একইদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে, পৃথক আরেকটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় অভিযোগকারী শিক্ষার্থী ও প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া আহসান হাবীব, ছাত্রলীগের ওই চারজনসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে। এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় দাবি করেন, রাজনৈতিক চক্রান্তে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও তিনি দাবি করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে গিয়ে ধরা পড়েন বায়েজিদ খান নামের বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। তাকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তার সহপাঠী ও ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময় তাকে এই কাজ (প্রক্সি) দেন। পরবর্তীতে গত বছরের ৪ আগস্ট ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ দায়ে তাকে শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। একই বছরের ৩ নভেম্বর পুনরায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
খুলনা গেজেট/এইচ