খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

প্রকৃতির রঙে রাঙ্গা জীবন

আবদুস সালাম খান পাঠান

ঐ গোধূলি বেলা-দেখেছি, প্রবাসী পাখিরা মহুয়া বনের ধারে,
উড়ছে আকাশে।
-এতো কলরব, এতো কলগুঞ্জন-সন্ধ্যাবেলা।
দেখেছি, নদীচরে বালুকায়-কাঁশবনে ফুটেছে সাদা সাদা
-কতো, গুচ্ছ গুচ্ছ ফুল, তীরে দাড়িয়ে, নয়ন জুড়ায়-এ
-সারাবেলা !’ ফাগুনের দহনে যেনো জমে বাসন্তী মেলা।
অনুভবে দেখি ঐ বাতাসের স্নিগ্ধ-হিল্লোল, মৃদু দোলা।
আকাশে ওই চাঁদেরই জোৎস্নায় দেখি, রুপালী তারার
উজ্জ্বল হাসি, সুন্দর শোভা, মিটি মিটি ঝলমল,
রজনী প্রহরে, উড়ে যেনো কভু সাঁঝেরই ভেলা, নীলাকাশ-
কভু উজ্জ্বল।
সুন্দর শ্যামলিমা সুদৃশ্য বৃক্ষছায়া, ভাওয়াল গড় সবুজাভ –
বাংলাদেশ, নিসর্গভুমি মনোরম সৌন্দর্য্যে গজারি শালবন,
পত্রপল্লব-গুচ্ছভরা, পুষ্পিত সৌরভে, শ্বেতশুভ্র-প্রেমের
-ফুটন্ত, কমল।
মায়াবী আকর্ষণে দেখেছি, কক্সবাজার সমুদ্র সৈকতে
-সবুজ ঝাউবন, সুন্দরবন ঘন-সবুজ অরণ্য-শোভা,
হরিনের মাচায় সাজানো খাবার করমজল, মংলার জল।
ভালোবাসার প্রগাঢ় উত্তাপভরা, কেওড়াফুলের গন্ধমাখা
হরিণীর অসহ কান্না; সন্তাপভরা দু’নয়নের অশ্রুজল।
দেখেছি, চৈত্রে, বসন্ত-মৌসুমে; প্রচন্ড খরায়, খর রৌদ্র
-অগ্নিতাপ, মাটির চৌচিরে শুকনো ফাটল ঐ
সাইডুলি নদীতট ! চিকমিক বালুকার পথ।
প্রাকৃতিক দুর্যোগে কখনো প্রকৃতি বিরূপ, নীরব বেদনা
কান্না হাসির জীবন-সংগ্রাম, ভালোবাসার সমাধি এ পৃথ্বিতল।
প্রকৃতি মাঝে আমার স্বপ্নিল ভাললাগা, আকাঙ্ক্ষায়-
নতুন ভাবনা, নিরুত্তাপ, প্রগাঢ়, শান্তি, আনন্দ-কৌতূহল।
প্রকৃতির রঙে রাঙ্গা জীবন, দিবস রজনী কায়িক
শ্রমের মাঝে, অনেক প্রচেষ্টায় সুযশ অর্জন একান্ত
বাসনার

সুফল। বাংলা মায়ের মমতা, বুকেরই অনল।
জীবন জাগার ঢেউয়ে প্রকৃতি ও জীবন সবই
স্রষ্টার সৃষ্টি রহস্য ঘেরা, আলোকিত চেতনার ফসল
উষ্ণ আবেগ, ভালবাসা, গহীন বনতল।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!