বিশিষ্ট মৎস্যবিজ্ঞানী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিণ রিসোর্স টেকনোলজী ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী মৎস্য জেনেটিক্সের ওপর পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। অষ্ট্রেলিয়ার সিডনীতে অবস্থিত ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েল্সে ভিজিটিং ফেলো হিসাবে তিনি এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। তার গবেষণার বিষয় ছিল দুটি; চিংড়ি-জাতীয় মাছ ক্রে-ফিসের হিট-শক জিন সনাক্তকরণ এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ভেটকি মাছের জীববৈচিত্রের মধ্যে পার্থক্য নিরুপণ করা। দুই বছরব্যাপী এই গবেষণা শেষে তিনি সম্প্রতি তার কর্মস্থল খুলনা বিশ^বিদ্যালয়ে যোগদান করেছেন।
প্রফেসর আলী এর আগে অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মৎস্য জেনেটিক্সে পিএইচডি ডিগ্রী এবং ইউরোপিয়ান ইউনিয়নের বৃত্তি নিয়ে যৌথভাবে ফ্রান্সের এগ্রো-প্যারিস-টেক, নেদারল্যান্ডের ওয়াগিনএগেন ইউনিভার্সিটি এবং নরওয়ের নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্স থেকে ফিশ ব্রিডিং এ্যান্ড জেনেটিক্সের উপর মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। অনার্স এবং মাষ্টার্স উভয় কোর্সেই তিনি প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং পত্র-পত্রিকাতে নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখে থাকেন। ইতিপূর্বে তার সাড়ে তিনশরও বেশী প্রবন্ধ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও জার্নালে প্রকাশিত হয়েছে। পোস্ট-ডক্টরাল গবেষণার জন্য খুলনার সর্ববৃহৎ অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেটের পক্ষ থেকে প্রফেসর ইউসুফ আলী কে অভিনন্দন ও তার ভবিষ্যত জীবনের সর্বাঙ্গিন সফলতা কামনা করা হচ্ছে।