গাজীপুরে সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহতের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছেন ওই শ্রমিকের সহকর্মী ও আশেপাশের কারখানার পোশাক শ্রমিক। তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পপুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, শ্রমিক মারা যাওয়ার পর শ্রমিক ও জনতা মিলে মহাসড়ক বন্ধ করে দিয়েছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সেসময় মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরও হয়েছে। সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।
নিহত শ্রমিকের নাম মুনিরা। তিনি লিজ অ্যাপারেল পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলার সভাপতি জিয়াউল কবির খোকন বলেছেন, শ্রমিকরা প্রতিবাদ জানাচ্ছেন। অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ