পৃথক তিন মামলায় বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীর তিন বছরের সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে ২০১৩ সালে বাসে আগুন ও ভাঙচুরের অভিযোগে সাভার থানার মামলায় ৩০ নেতাকর্মীকে ও একই বছরের মিরপুর মডেল থানার নাশকতার মামলায় ছয় নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম সাভার থানার মামলার রায় দেন। এ
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন মিনহাজউদ্দীন মোল্লা, শফিকুল ইসলাম, শাহজালাল, আমানুল ইসলাম আমান, রাকিব (এক), আলাউদ্দীন, আশিকুর রহমান, মাহমুদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, ফজল আহমেদ, আফসার মোক্তার, রেজাউ করিম জুয়েল, খোরশেদ আলম, ইউনুস খান, নয়ন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান, আসাদুজ্জামান টিটু, ইউসুফ হোসেন, শাহনেওয়াজ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মুসলেমউদ্দীন, আমজাদ হোসেন টুটুল, রাকিব (দুই), মোহাম্মদ আলী পাঠান, আরিফুল হক সুমন, সাইফুল ইসলাম ও মাহমুদুল মুকুল।
একই দিন মিরপুর মডেল থানার মামলায় রায় দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন ইমরান হোসেন রানা, মারুফ হোসেন, আল আমিন, হাসিবুল ইসলাম, রাশেদ ও আবুল কালাম আজাদ। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।